মিষ্টি মেয়ে পাহাড়ী

0 642

এই কবিতাটা প্রথম আলোর ব্লগার (মেহরাজ শারমিন) পাহাড়ীর লেখা। আমাকে উতসর্গ করা। খুবই ভালো লাগার একজন মানুষ।

“আজ তোমায় শ্যামলিমা যৌবন দেবো ;
লাল ধূলিকণা ছুঁয়ে ছুঁয়ে
ঝিরিঝিরি বাতাস লয়ে
সবুজেরা যেখানে মিতালী গড়েছে ।

চিরচেনা বন্ধু আমার; বিমূর্ত আকাশ
উদ্ধত পাহাড়ের মায়া;
কুহুকুহু ডাক তুলে
অচেনা পাখির উড়ে উড়ে যাওয়া ;
কর্ণফুলীর শান্ত ধারার থেমে যাওয়া ;
যেখানে শৈশব হেসেছে চিকচিক রোদে ।

সিনেমা হলের পেছনে সেই ঝোঁপ
লাল নীল হলুদের গুটিগুটি ছোপ
নিয়ন আলোয় কার্গোর বিমোহিত সাঁঝ
চাঁদের ছায়ায় মেঘেদের নিশ্চুপ রাত
আমি নিশ্চিত বলতে পারি
সেখানে দাঁড়ালে নিজেকে নিষ্পাপ মনে হয়।

বিচিত্র মুখ- ভাষা-পোশাকের মানুষ
ভালবাসা মৈত্রীতে উড়ায় ফানুস;
বারোমাসি নিবিড় বাঙালি ;
ইছামং;পুতুলখেলায় বর ছিলো যে আমার;
ওদের আমি কথা দিয়ে এসেছি
তোমায় সাথে নিয়ে যাবো বলে।”

Leave A Reply

Your email address will not be published.