মহাজীবন

0 607

পরাজয় যত ছিল উপহাসে হাসিল
ভৃত্যের আগমনে ভয় মনে জাগিল।
যাহা ছিল হারিয়েছি,সত্য ভুলিয়াছি
মনে কত সংশয় গোধূলি আলোকে,
আর কত আয়োজন ভিখারী সাজাতে।

যাব যাব যদি হায় আর কেন দেরি ভাই
যত জ্বালা মুছে যাক নীরব ও বিষাদে,
দেহ মোর তুলে দাও এ মাটির প্রাসাদে।
ক্ষমা কর তুমি হে,অবাধ্য পাপীরে
জনম মোর বৃথা যাবে প্রভু তুমি রাগিলে।
মোরে ভুল বুঝিও না,বিদ্রুপ করিও না
তোমারে খুঁজিয়াছি আপনো গভীরে,
একি মোর ভুল ছিল ঝাঁপসা স্বপনে
আর নাহি যাব সে ভুলে ভরা ভুবনে।
কৃপন নাহি হও মানবেরে দয়া দাও
তৃপ্ত কর তুমি তোমারই সৃষ্টিরে,
এই শেষ প্রার্থনা তোমারই দুয়ারে।

Leave A Reply

Your email address will not be published.