সেই তুমি
“যদি জোছনা রাতে এক ফোঁটা জল তোমার কপোল চুমে বয়ে যায়।
নিয়ন আলোয় অদ্ভুত তুমি,আমার নামটি ও ভুলে যাও।
বলবে কি তুমি এলে সেই ক্ষণ , “তুমি আমার প্রিয় কেউ না”।
তবে তোমার সাথে হবে একটু আঁড়ি,খালি পায়ে চলো আজ কিছুদূর হাঁটি।
রাতের আলোয় রাতের তারা মিষ্টি সে ভোরের আকাশ
রাতের কোকিল রাত্রি জাগে ভ্রান্তি দূরপরবাস।
রংয়ের ছায়ায় স্মৃতির কালো? আমি যে এখনো আছি!
চাঁদের গায়ে স্বপ্ন একো,দেখবে আমায় তুমি।
বর্ষা রাতে একলা পাখি কেঁদে কেঁদে তোমায় ডাকে,
একটুখানি আকুলতা দেব ভেবে কষ্ট যপি।
আজ আমি চলে যাব,ভাল থেকো বন্ধু তুমি।
তোমায় অনেক ভালবাসি।
কল্পনায় পেয়েছি সবই।“