এই, আমি !
গোলাপের পাঁপড়িতে জমে থাকা ভোরের শিশির
মিষ্টি আলোর ছোঁয়ায়,
টলমল করে যে অস্থির ভালোবাসায়
তোমার বিষণ্ন দৃষ্টিতে, আমি তাকে খুঁজে পাই।
অধরা নীলিমার শেষে, যে অপূর্ণতা ধরা দেয়
শিল্পীর রং তুলিতে তোমার পূর্ণতার হাহাকারে,
তুমি সেই মায়ারথের পরিচয় দিলে না।
তোমার দুর্বল অশ্র্র্র, ছিলো আমার সমস্ত জীবনের অর্জন।
যা অনুভবের আগেই মিলিয়ে যেত,এখন শুধুই স্মৃতি রোমন্থন।
সেদিন, শেষ বিকেলের ছায়ায়
আমায় বয়ে চলা অলস সময়ে, তোমার ক্লান্ত হাসি
লুকানো ছিলো সবই।
এখনো বাকি বেহালার সুর শুকনো পাতার ধ্বনি,
সূর্যাস্তের মায়ায় প্রতিদিনই দেখি, তোমারই গহীন চাহনি।
আবার খুঁজি তোমায় গভীর স্বপনে, মনে হয় ডাকছো আমায় তুচ্ছ অভিমানে।
যখন ঘুম ভাঙ্গে, অবুঝ শিশিরের ডাকে
তখনও অতৃপ্তি রয় মিষ্টি অনুভবে।
কেটে যাবে রাত্রির মোহমেলা,নির্বোধ এই কুয়াশার খেলা
আমার ঝাপসা স্মৃতির দুনিয়া, অলৌকিক সব আশা।
সমুদ্রের ভালোবাসা শূন্যতায়,
আমার উষ্ণ রক্তধারা আর পরাজয়, ভাসিয়ে দিলাম সমুদ্রের জলে।
এই জীবন, যে যৌবন স্মৃতি হবার নয়।
পরাজয় আর অশ্র বিন্দু পতনের মাঝে যে সময়
তা আমি মৃত্যুর জন্য রেখে দিলাম।