প্রিয়তমা লজ্জ্বাবতী

0 543

images (4)
“ভাবছো আমাকে?“
কখনো অবুঝ তুমি!অনুত্তর চোখে
বলেছিল কি আচমকা! নি:সঙ্গ রাতের নির্জনে?
আপনারে আপনে আমায় ভেবে,বাতাসে অমলিন চুমু এঁকে
আমি না তোমার! তুমি জানো না?

images (4)
ভেবে দেখো সখী! আমার প্রেমের আত্না,স্নেহের লালিত প্রাপ্তি।
কি আজব বল্লে তুমি! আমি চলার পথে থমকে যাই।
আমারই অজান্তে বেড়ে উঠা আমার সবটুকুসুখ।
কেবলই মুখ লুকিয়ে হাসে!

images (4)
প্রিয়তমা লজ্জ্বাবতী,
আমার ছোয়ায় তুমি,তেতুলের স্বাদ নিতে জানো?
সজোরে জ্বিব চাটিয়ে শব্দ কর?
অবাধ্য উন্মাদনায় মাথা ঘোরে তোমার?
আমাকে মনে প্রাণে ভালোবাস?
কি আর্শ্চয!
আজ আমি হারিয়ে যাব ঘুরবো তেপান্তর,
চিৎকার করে বলবো,
আমি ও তোমার, আজীবন রইবো তোমারই পাশে।

Leave A Reply

Your email address will not be published.