আত্মজিজ্ঞাসা
কেমন আছ তুমি?
ওহ,তোমাকে তো এই প্রশ্ন করা মানা! একদম ভুলে গেছি!
খ্যাতির পদলেহন এখন ও ছাড়নি তবে?
তাই আবার আসতে হলো!
ভুলো গেলে তোমার অতীত?কেমন ছিলে তুমি?ভাবনি কখনো?
তোমার চরম অকৃতজ্ঞতার চিহ্ন,
কতগুলি হেয়ালি পাপের অস্তিত্ব!তীব্র অসহায়ত্বেও যে তোমাকে নির্ভরতা দিয়েছিলো।
অদ্ভুত আগন্তুকের ভীতিকে,
যে ভালবাসয় জয় করেছিলো।
আত্মকেন্দ্রিকতার নেশা ছাড়িয়ে,যে অন্যকে বিশ্বাসী করেছিলো।
যারা তোমার দুর্বলতায় আঘাত করতে ভালবাসতো,তাদের হাস্যকর করছিলো,
যাদের কাছে অনিরাপদ ছিলে তাদের সহানুভূতিশীল করেছিলো,
কৈশোরের অস্বাস্থ্যকর দিনগুলিতে,তোমাকে দৃঢ়তা দিয়েছিলো,
অকৃপন ভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে ভালবাসতে শিখিয়েছিলো,অভিযোগ না করার মতো বিজ্ঞতা দিয়েছিলো তাকে তুমি ভুলে গেলে। কেন ভুলে গেলে?
বড়,আজব তুমি!
পাথরে সেলাই করো মন।
নির্বিশ ভালবাসা।
এক খন্ড আলো
অবশেষে সময় ফুরালে বলো,কেউ আমার কেউ না!