অপার্থিব

0 592

শরতের স্নিগ্ধ দুপুর আর উচ্ছল হাসিখুশি মেঘ
বসন্তের সুন্দর সকাল, মায়া ভরা বাতাস
এবং হৃদয় জুড়ানো অজানা অনুভূতি।
কিংবা শীতের নির্জীব বিকেল
অথবা প্রার্থিত চুলার আগুন।
ফুরিয়ে যায় সবই,
অতৃপ্তি রেখে অনেক তাঁড়াতাড়ি।
আমি মরতে চাই শ্রাবণের সন্ধ্যায়
বিশাল শন্যূতা, একঘেয়েমি আর হাহাকারে
র্দীঘ ক্লান্তি নিয়ে।

Leave A Reply

Your email address will not be published.