অপার্থিব
শরতের স্নিগ্ধ দুপুর আর উচ্ছল হাসিখুশি মেঘ
বসন্তের সুন্দর সকাল, মায়া ভরা বাতাস
এবং হৃদয় জুড়ানো অজানা অনুভূতি।
কিংবা শীতের নির্জীব বিকেল
অথবা প্রার্থিত চুলার আগুন।
ফুরিয়ে যায় সবই,
অতৃপ্তি রেখে অনেক তাঁড়াতাড়ি।
আমি মরতে চাই শ্রাবণের সন্ধ্যায়
বিশাল শন্যূতা, একঘেয়েমি আর হাহাকারে
র্দীঘ ক্লান্তি নিয়ে।